
গুহা থেকে একজনকে উদ্ধারের পর নিয়ে যাওয়া হচ্ছে
থাইল্যান্ডে একটি গুহায় আটকে পড়া দলটির আরো চারজনকে উদ্ধারকারীরা বের করে এনেছেন বিভিন্ন সূত্র বলছে।
এ নিয়ে আটকা পড়া মোট ১৩ জনের মধ্যে মোট আট জনকে বের করে আনা হলো।
এর আগে রোববার চার জনকে উদ্ধার করা হয় যারা সবাই এখন হাসপাতালে রয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়। এর পর উদ্ধার অভিযানে প্রায় ১০ ঘন্টার একটি বিরতি দেয়া হয়েছিল।
এর পর সোমবার আবার উদ্ধার অভিযান শুরু হয়।
বার্তা সংস্থা রয়টার খবর দিয়েছে যে উদ্ধারকারীরা স্ট্রেচারে করে বের করে আনা কিশোরদের এ্যামবুলেন্সে তুলছেন বলে দেখা গেছে।
বিবিসির সংবাদদাতা জোনাথন হেড ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, পুলিশ হেলিকপ্টারে করে উদ্ধারকৃতদের নিয়ে যাওয়া হচ্ছে।
চিয়াং রাই প্রদেশের ওই গুহাটিতে আটকা পড়ে ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচ দু’সপ্তাহেরও বেশি আগে।
উদ্ধার করা কিশোরদের কারো পরিচয়ই এখনো প্রকাশ করা হয় নি, এবং তাদের পরিবারের লোকেরাও এখনো তাদের সাথে দেখা করতে পারেন নি।
উৎস: বিবিসি
Leave A Comment